বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

হাটহাজারীতে ভুয়া সনদ বিক্রির অভিযোগে তিন দিনের কারাদণ্ড

প্রতিবেদক
ksdnewsb
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ

কম্পিউটার দোকানে সহজেই মিলছে জাল সনদ : আটক একজনকে ৩ দিনের জেল

চট্টগ্রামে হাটহাজারীতে ভুয়া বা জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগ দীর্ঘদিনের,পৌরসভা কিংবা ইউনিয়ন
কার্যালয়ের নিকটবর্তী কম্পিউটার দোকানগুলোতে প্রতিনিয়ত মিলছে নকল সনদপত্র।অসৎ দোকানিরা টাকার বিনিময়ে এসব জাল সনদ বিক্রি করে।হাটহাজারীতে এমনই অপরাধে এক কম্পিউটার দোকানীকে আটক করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকার মেখল রোড সংলগ্ন’তৈয়ব কম্পিউটার’ এর মো.তৈয়ব উদ্দিনকে সংশ্লিষ্ট ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)লুৎফর নাহার শারমিন।

গণমাধ্যমকে তিনি বলেন,বিভিন্ন সূত্রে আমরা জাল সনদ তৈরি চেষ্টার খবর পাচ্ছিলাম,হাতেনাতে ধরে ব্যবস্থা নেয়া হলেছে।এসব বিষয়ে আরো কঠোর থাকবে পৌরসভা কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছেন হাটহাজারী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী।অভিযানের সময় হাটহাজারী মডেল থানার একটি টিম উপস্থিত ছিল।

সর্বশেষ - রাজনীতি