চট্টগ্রামে পঁচিশ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক;
কবির শাহ্ দুলাল,
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দুলালাবাদ তিন নং রেলগেইট সিগনাল কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ কেজি গাঁজা,মাদক বিক্রির আট হাজার সাতশ পঞ্চাশ টাকাসহ মুন্নী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দুটার দিকে ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই আলমগীর,এসআই পারভেছসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মুন্নী আক্তার নগরের আকবরশাহ থানার রৌশন শাহ মাজার সংলগ্ন ফাতেমার ভাড়াঘরের কাদের মিয়ার কন্যা।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন সে গাঁজা ব্যবসার সাথে জড়িত।তাকে আদালতের মাধ্যমে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।