মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

ফেনীর মহিপালে পর্যটকবাহী বাস থেকে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
ksdnewsb
জানুয়ারি ২১, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

ফেনীর মহিপালে পর্যটকবাহী বাস থেকে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার

মোঃ আশরাফুল হাসান ফেনী প্রতিনিধিঃ

ফেনীর মহিপালে পর্যটকবাহী বাস হতে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা উদ্ধার, চালক গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল এর সার্বিক দিক নির্দেশনায় ও পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি রেইডিং টিম ২০ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় ফেনী মডেল থানাধীন মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ প্রান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় কক্সবাজার হতে ঢাকাগামী মারছা পরিবহন লি.নামীয় চট্টমেট্রো-ব-১১-১২১২ নাম্বারে একটি পর্যটকবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটি থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে বাসটির ড্রাইভার মো: শেফায়াতুল ইসলাম (৩৫) এর ড্রাইভিং সিটের পাশে থাকা তার নিজের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ব্যাগের মধ্যে রাখা স্কচটেপ ও টিস্যু দ্বারা মোড়ানো ২০টি নীল জিপারযুক্ত পলি প্যাকেটের প্রত্যেকটিতে ২০০ পিস করে মোট (২০×২০০)= ৪০০০ চার হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনাস্থল হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল গাড়ি চালক মো. শেফায়তুল ইসলাম (৩৫) পিতা-জসিম উদ্দিন, বরইতলী ইউপি, পোঃ পহর চাঁদা ৪৭৪১, থানা-চকরিয়া, জেলা কক্সবাজার কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, মো. শেফায়তুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বেও একটি মাদক পাচারের মামলা রয়েছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বশেষ - রাজনীতি