চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের ভিসা পেয়েছেন অভিনেত্রী পূজা চেরি। ১৬ অক্টোবর রোববার কুইন্সের আমাজুরা কনসার্ট হলে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে। বাংলাদেশ থেকে ছোট ও বড় পর্দার একঝাঁক তারকা অংশ নেবেন। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢাকাই ছবির এই নায়িকারও। কয়েক দিন আগে পূজা নিজেও বলেছিলেন আমেরিকায় যাচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকেরা পূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ছবিসহ ফেসবুকে পোস্টারও প্রকাশ করেছেন।
শোনা যাচ্ছে, পূজা চেরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না, যুক্তরাষ্ট্রেই যাচ্ছেন না। একই অনুষ্ঠানে শাকিব খানেরও অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সম্প্রতি বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তানের খবরটি প্রকাশ্যে আসার পর কিছুটা চাপে পড়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়ক।
একই সময়ে পূজার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন নেট–দুনিয়ায় ভাসছে। এসব কারণে নাকি শাকিব খান যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বরাত দিয়ে সপ্তাহখানেক আগেই খবরটি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।