বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বলেছে, এতে দেশের ৬ কোটি শ্রমিকের জন্য কিছুই নেই। এতে শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিরক্ষা প্রভৃতি খাতে বরাদ্দ থাকলেও শ্রমিকদের জন্য আলাদাভাবে বরাদ্দ নেই। বাজেটে উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির কথা যতই বলা হোক না কেন, তাতে বৈষম্য ও অসমতা নিরসন হবে না। এই বাজেট ৬ কোটি খেটে খাওয়া শ্রমিকের অভাব-অনটন আরও বাড়াবে। বাস্তবে এই বাজেট ‘বানরের পিঠা বণ্টন’ গল্পের বিবরণ ছাড়া কিছুই না।