গ্লেন ম্যাক্সওয়েল ঠিক ‘ম্যাক্সওয়েল’ রূপে নেই অনেক দিন ধরে। বেশ কিছুদিনই ব্যাটে রান নেই। মাঠে যেসব কীর্তি করে ‘বিগ শো’র খেতাব পেয়েছেন, তা যেন হঠাৎই উধাও। অস্ট্রেলিয়া অবশ্য তাঁর সেরাটা ছাড়াই অনেক দূর এগিয়েছে। নির্বিঘ্নে সুপার এইটে উঠেছে, এই পর্বে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে।
কাল সকালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এই আফগানিস্তানের বিপক্ষেই গত ওয়ানডে বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে ইনিংসটি (২০১*) খেলেছিলেন ম্যাক্সওয়েল।