পাহাড়তলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ওয়ার্ড আ;লীগ সম্পাদক গ্রেপ্তার;
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া হতে ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আবদুল মালেক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসআই জাহেদ উল্লাহ,এসআই শহিদুল আলমসহ একটি চৌকস টিম বুধবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আবদুল মালেক চট্টগ্রামের পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া আবদুল বারেক মেম্বার বাড়ির মৃত আবদুল মোতালেবের পুত্র।
এবিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন,গ্রেপ্তারকৃত আবদুল মালেকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ রয়েছে।তাকে বিস্ফোরক আইনে মামলায় বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।