সড়কেই প্রাণ গেল যুবকের;
মো: মুরসালিন চৌধুরী
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মো. সাইফুর রহমান সাইফ(২৪)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার(১৮ জানুয়ারী)বিকালের দিকে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় বাজার এলাকায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনারদিন বিকাল সাড়ে চারটার দিকে নাজিরহাটমুখী একটি পিকাপ গাড়ি উল্লেখিত স্থান অতিক্রম করার সময় রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর এলাকার খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের পুত্র সাইফুর রহমান রাস্তা পার হতে গেলে পিকাপটি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জানান,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি