সীতাকুণ্ডে ৭৩০০ পিছ ইয়াবাসহ মা-মেয়ে আটক।
কেএসডি নিউজ ডেস্ক!
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসে তল্লাশী চালিয়ে ৭৩০০পিছ ইয়াবাসহ মা মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফর আলম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ রিল্যাক্স পরিবহনে রাত সাড়ে বারটার দিকে তল্লাশী চালায়,তল্লাশীকালে দুইজন মহিলার শরীর থেকে সাত হাজার তিনশত পিছ ইয়াবা উদ্ধার করে।
পুলিশ তাদের কে বাস থেকে নামিয়ে আটক করলে জিজ্ঞাসাবাদে জানায়,তাদের নাম বিবিজান(৪০)স্বামী-মীর আহমদ,কুতুবপালং,উখিয়া,কক্সবাজার। অপরজন তারই মেয়ে রুমা আক্তার(২২)।তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ধারনা করা হচ্ছে তারা কোন ইয়াবা চোরাকারবারীর টাকার বিনিময়ে বহন করছিল।
থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাবাদ করলে আসল ইয়াবা ক্রেতা-বিক্রতা চোরাকারবারীদের নাম ঠিকানা জানা যাবে বলে জানান পুলিশ।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,এসপি স্যারের নির্দেশনায় আমরা সড়কে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি এটা তারই অংশ।তাদেরকে আদালতের মাধ্যমে মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি