সীতাকুণ্ড মহাসড়কে র্যাব এর অভিযানে ফেন্সিডিল গাঁজাসহ দুজকে গ্রেফতার করেছে র্যাব–৭:
নিজস্ব প্রতিবেদক।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে র্যাব-০৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত সীতাকুণ্ড অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ অভিযান চালায়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।
এতে ইউসুফ ও মুসা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ২২৪ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইউসুফ (৩২) কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে এবং মোঃ মুসা (৩৮) সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
র্যাব – জানায়, গ্রেফতাররা একটি প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি