কবির শাহ্ দুলাল,
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় জনস্বাস্হ্য ক্ষতিকারক টায়ার পুড়ে কালো তেল তৈরীর কারখানা অপসারনের দাবিতে বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কারখানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
এলাকার বিক্ষুব্ধ ছাত্রজনতা বলেন,টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগের সৃষ্টি করছে।শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা বলেন,ইয়াছিন নগর পাহাড়ের পাদদেশে এক অসাধু ব্যবসায়ী পুরাতন টায়ার দেশের বিভিন্নস্হান থেকে সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে পুড়ে কালো তেল তৈরী করে আসছে দীর্ঘদিন।এতে কালো ধোঁয়ার কারণে বসবাস করা কষ্ট সাধ্য হয়ে গেছে।মানববন্ধনে বক্তারা সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন,দ্রুত এই অবৈধ কারখানা বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে এলাকার দেড়শতাধিক নারী-পুরুষ,শিশু থেকে বৃদ্ধ ছাড়াও ছাত্র জনতা উপস্থিত ছিলেন।