শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাগীশিকের আয়োজনে গীতা পরীক্ষা অনুষ্ঠিত;

প্রতিবেদক
ksdnewsb
মার্চ ৮, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাগীশিকের আয়োজনে গীতা পরীক্ষা অনুষ্ঠিত;

কেএসডি নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে বার্ষিক গীতা ও নৈতিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন শীতলপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা শম্ভু দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শিবু দাশ, কর্মকর্তা বিপ্লব পাল চৌধুরী, সৈকত দেবানাথ, সুমি দে , বাগীশিক রাউজান উপজেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক রাকেশ সরকার, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সাগর দাশ, পৃষ্ঠপোষক সুদীপ্ত দত্ত, উক্ত পরীক্ষা উপ নিয়ন্ত্রক ছিলেন প্রিন্স ভৌমিক, কেন্দ্র সচিব রবি চন্দ্র দাশ, ভাটিয়ারী পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দাশ , সাধারণ সম্পাদক ছোটন দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ভাটিয়ারী শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাগীশিক ভাটিয়ারী ইউনিয়ন সংসদের উপদেষ্টা প্রদীপ পাল, পৃষ্ঠপোষক সাধন দাশ, সভাপতি শ্যামল দাশ, শ্যামল রুদ্র, পুলক কর, সাধন দাশ, রাহুল শর্মা, অংকেশ্বর দাশ, রামপদ দাশ, নিমাই দাশ, , জনি দাশ, জুয়েল পাল, বিষ্ণু পাল, টিটু মিত্র, শংকর কর, বাগীশিক সোনাইছড়ি ইউনিয়নের সংসদের কর্মকর্তা শান্তু পাল, বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিনিধি, প্রশিক্ষক এবং অভিভাবকবৃন্দ। উক্ত পরীক্ষায় বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিদর্শকগণ বাগীশিকের গীতা শিক্ষা কার্যক্রম ও গীতা প্রচারের ভূয়সী প্রশংসা করেন। বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি প্রভাষ বণিক ও সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী আগত অতিথিদের ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - রাজনীতি