সিএমপির চান্দগাও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য গ্রেপ্তার;
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাও থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধা সাতটার দিকে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম,এসআই মোস্তফিজুর রহমান,এসআই সুৃমন মিয়া,ও এএসআই জালাল উদ্দীনসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আরিফ,মোহাম্মদ সুমন,তৌহিদুল ইসলাম ও এসএম সেলিম উদ্দিন।
এবিষয়ে চান্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন,আটককৃতদের বিরুদ্ধে চান্দগাও থানা ও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।