সিএমপি চান্দগাও থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
চট্টগ্রাম সিটি প্রতিনিধি।
চট্টগ্রাম নগরীর চান্দগাও থানাধীন বহদ্দারহাট পেপসি গেইটের সামনে রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মমতাজ আলমসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন,সাকিব,সোহেল,ইমন ও রিয়াজ।এ-সময় তাদের কাছ হতে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও চান্দগাও থানা এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছে।
এই বিষয়ে চান্দগাও থানার ওসি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।তারা বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত ছিল।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।