মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে।দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সুফি মিয়াজি পাড়া ঈদগাহে নামাজে জানাজা ও নিকটস্থ কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সমাজের সর্বস্তরের জনগণ।
নিজাম উদ্দিন আহমেদ ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছেন।অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন তিনি।জীবদ্দশায় তিনি দেচের স্বনামধন্য কয়েকটি দৈনিক পত্রিকায় অতি সুনামের সহিত কাজ করেছেন।
সাংবাদিক নিজাম উদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।