সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় রাসেলস ভাইপার সাপের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে ‘চন্দ্রবোড়া’ বা ‘উলুবোড়া’ নামে পরিচিত সাপটিই মূলত রাসেলস ভাইপার। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর লক্ষণীয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও বহু বছর ধরে ধারণা করা হচ্ছিল এই প্রজাতির সাপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ।
ইতিমধ্যে দেশব্যাপী এই সাপ নিয়ে মানুষের মাঝে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন, সেই সঙ্গে প্রকাশ করছেন নানান তথ্য, যার অধিকাংশ সঠিক নয়।
মূলত সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা মানুষের মাঝে আতঙ্ক বাড়াতে সাহায্য করেছে। মানুষ ভাবতে শুরু করেছে এই সাপে কামড়ালে নিশ্চিত মৃত্যু। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছেন।
সাপ দেখে সবাই ভয় পান এবং এর কামড়ে নিশ্চিত মৃত্যু এটা অনেকের মনে গেঁথে গেছে। এর যে চিকিৎসা আছে এবং চিকিৎসা নিলে যে ভালো হওয়া যায় সেটা বেশির ভাগের অজানা বলেই আতঙ্ক মাত্রা ছাড়িয়েছে।