যশোর অঞ্চলের সবচেয়ে বড় মোকাম রাজারহাটে এবার কোরবানির চামড়ার দামে অস্বাভাবিক পতন ঘটেছে। এতে প্রান্তিক চামড়া ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। তারপরও ঈদ-পরবর্তী দ্বিতীয় হাটবারে আজ শনিবার এই মোকামে ৭০ হাজার পিস চামড়া কেনাবেচা হয়েছে, যার দাম প্রায় ৩ কোটি টাকা।
ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় এক দশক ধরে চামড়ার দাম নিয়ে নৈরাজ্য চলছে। তাঁরা চামড়াশিল্পের মালিকদের সিন্ডিকেটের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষও কোরবানির চামড়ার উপযুক্ত দাম পাচ্ছেন না। গত বছরের তুলনায় এবার চামড়ার দরপতন ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি