ভোটার তালিকায় নাম গ্রাম সব ভূলে ভরা। পরিত্রাণ চায় সাধারণ মানুষ।
কবির শাহ্ দুলাল,,
দেশের বেশকিছু মানুষের নাম ঠিকানা,পিতার নাম উল্টা পাল্টা করেছে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেরা।সরকারিভাবে যাদের নিয়োগ দিয়ে ভোটারের নাম ঠিকানা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হউক।
বর্তমানে ইউনিয়ন পরিষদেও একই অবস্থা নিজেরা ভুল করে অথচ শুদ্ধ করতে জুতা ক্ষয়,এসবের শেষ কোথায়?এবার আসা যাক মূলে আব্বাসের নাম সাব্বাস লিখে।রানী হয়ে যায় রেইন।আক্তার হয়ে যায় মোক্তার না হয় ডাক্তার।স্বপ্ন ঘোষ এর নাম হয় স্বপ্ন দোষ!আহম্মদ হয়ে যায় আহাম্মম।জাবির এর নাম জামির।এমন অসংখ্য উদ্ভট নামের জনক এরা।
কারো কারো মা বাবার নামই পাল্টে ফেলে।এদের হাতে আমার আপনার কারো নাম নিরাপদ না। এরা যে কারো নাম কি নির্ধারণ করে আল্লাহ জানেন। আর এদের গাফিলতি ও ভূলের মাশুল বয়ে বেড়াচ্ছে লক্ষ লক্ষ সাধারণ নাগরিক / ভোটার। এসব জটিলতায় পড়ে অনেকের মনে প্রশ্ন কেন যে ভোটার হতে গেলাম?
এবার আসা যাক জন্ম নিবন্ধনে।ভূলে ভরা জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের কারনে ভুক্তভোগী লক্ষ লক্ষ সাধারণ নাগরিক।ফলে পদে পদে ভোগান্তি আর টাকার শ্রাদ্ধ।
সাধারণ মানুষ এসব থেকে মুক্তি চাই।কম্পিউটারে টাইপ করা লোকজনকে ভালো প্রশিক্ষণ দিয়ে বসানো উচিৎ না হয় ভালো কম্পিউটার জানা অসংখ্য তরুন তরুনী আছে এদের বেছে নিন।এসব আবাল মার্কা লোকজন দিয়ে হাল চাষ করা যায় কম্পিউটার চালানো যায় না।প্রশিক্ষিত জনবল ইউনিয়ন,পৌরসভা এমনকি সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ দেয়া হউক।
বাচ্চা জন্ম দিতে যত কষ্ট তার চেয়ে বেশী কষ্ট জন্ম নিবন্ধন করা,তাই দিনদিন সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতি ক্ষোভ ঝাড়েন।
মান্ধাতার আমলের নিয়ম বাতিল করে নতুনভাবে নিয়ম কানুন চালু সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি