বাজেট সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২ (ডিপিসি)–এর আওতায় এই অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে (১১৭ টাকা প্রতি ডলার হিসাবে) টাকার অঙ্কে এর পরিমাণ ৫ হাজার ৮৫০ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত শুক্রবার (স্থানীয় সময়) অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বোর্ডসভায় এ ঋণের অনুমোদন দেয়। আজ শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে ডিপিসি-২–এর আওতায় প্রথম কিস্তিতে ২৫ কোটি ডলার দিয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক মনে করে, এই বাজেট সহায়তা বাংলাদেশের আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি টেকসই উন্নয়নের গতি বাড়াবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি