প্রথম ওভারে রান খরচ করলেন ১৫। দ্বিতীয় ওভারের প্রথম ৩ বলে দিলেন আরও ১০। রোহিত শর্মা সাকিব আল হাসানের বলে রান তুলতে চাইলেন আরও। তাতেই নিজের বিপদ ডেকে এনেছেন।
সাকিব পরের বলটির লেংথ কমিয়ে আনেন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রোহিত। রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেওয়ার সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে নিয়েছেন ৫০ উইকেট।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি