বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার জুহুর বাংলো ‘রামায়ণা’ এখন আলোয় ঝলমল করছে। কনের সাজে সেজে উঠেছে ‘রামায়ণা’। এই বলিউড তারকার মেয়ে সোনাক্ষীর বিয়ে নিয়ে বলিপাড়াতেও এখন সাজ সাজ রব। অভিনেতা জহীর ইকবালকে বিয়ে করতে চলেছেন এই তারকা-কন্যা।
শুধু সানাই বাজার অপেক্ষা। ২৩ জুন সোনাক্ষী ও জহীর এক হতে চলেছেন। বিয়ের আচার–অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জহীরের নামের মেহেদী সোনাক্ষীর হাতে এখন জ্বলজ্বল করছে। গতকাল মেহেদি অনুষ্ঠানের এক ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। এই ছবিতে সোনাক্ষী ও জহীর ছাড়া দুই পরিবারের সদস্যদের দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি