ফেসবুকে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজী মামলার আরো ০১ জন গ্রেফতার।
মোঃ আশরাফুল হাসান ফেনী প্রতিনিধি:
সোনাগাজী মডেল থানাধীন চর সাহাভিকারী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাক মেইলিং এর মামলার আরো একজন আসামি কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম ইব্রাহিম হোসেন হামিম। সে চর সাহাভিকারী গ্রামের মাইনউদ্দিনের ছেলে। স্হানীয় একটি বখাটে চক্র
দীর্ঘ ০২ বৎসর যাবত গৃহবধুকে ব্লেকমেইল করে আসছিল। তাদের ব্লেকমেইলের কারণে ইতোপূর্বে গৃহবধু তাকে ২০ হাজার টাকা দেয় এবং বিভিন্ন সময় সালিশ বৈঠক হয় তথাপি চক্রটি চাঁদাবাজি অব্যাহত রাখে।
তাদের মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে গৃহবধূ ০১ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ গত ৫ জানুয়ারি ২০২৫খ্রিঃ তারিখ গৃহবধু তার শুশুর বাড়িতে আসলে আসামিরা সেখানে গিয়ে গৃহবধুর কাছে পূনরায় ০১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এই বিষয়ে গত ৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সালিশ মীমাংসার বৈঠক বসলে সেখানে গৃহবধু এবং তার বোন ও ২ জন ভাতিজাকে উক্ত আসামী এবং তার ১০/১২ জন সহযোগী মিলে বেদম মারপিট করে গুরুতর জখম করে।
এ প্রেক্ষিতে গৃহবধু ১২জনকে আসামী করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। উক্ত মামলার ১ নং আসামী আবুল হোসেনকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছে এবং তার নিকট হইতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করে যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে। আসামী কে উক্ত মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি