ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন ছবিটির নির্মাতা। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয়—সবকিছুই ভালো লাগবে মানুষের। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্মাতা রাশিদ পলাশ। সোমবার মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা রাশিদ পলাশ, নায়িকা ববি, চিত্রনায়ক সুদীপ, ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী, ছবিটির প্রযোজক চৌধুরী নিজাম নিশো, নির্বাহী প্রযোজক নির্মাতা শাহাদাৎ হোসেন, অভিনেত্রী সাদিয়া মাহি, মানিক শাহসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি