পাহাড়তলীতে চোরাইকৃত নয় ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ১:
কবির শাহ্ দুলাল,
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন নুরবাগ আবাসিক এলাকার বিলাস ভবন হতে চোরাইকৃত আঠার ভরি স্বর্ণের মধ্যে নশ ভরি স্বর্ণসহ চোর রাশেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে গত ৫ই জানুয়ারি গৃহকর্মী রাশেদা আলমারিতে থাকা পঁচিশ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।যার আনুমানিক মুল্য পঁচিশ লাখ টাকা।
এবিষয়ে মামলা রুজু হওয়ার পরে পুলিশ ছায়া তদন্তে নামে।প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত দশটার দিকে এসআই পারভেজ,এসআই সৌমিত্র,এএসআই আহসানুল করিমসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত রাশেদা কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এলাকার আলাউদ্দিনের কন্যা।
উক্ত ঘটনায় ওসি বাবুল আজাদ বলেন ,এ চক্রটি শহরের বিভিন্ন বাসায় কাজের জন্য এসে দীর্ঘদিন নগদ টাকা স্বর্ণালংকার চুরি করে আসতেছে।গ্রেপ্তারকৃত চোর রাশেদা কে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।