প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র যখন সুপার এইটের ম্যাচ খেলছে, অন্যতম শিরোপাপ্রত্যাশী পাকিস্তান তখন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছে। বাবর আজমদের এমন দুরবস্থায় বেশ খারাপই লাগছে ওয়াসিম আকরামের। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক এমন পরিস্থিতির পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই (পিসিবি) দায় দেখছেন বেশি।
আকরাম মনে করেন, পিসিবির শীর্ষ পদে অস্থিরতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব পড়েছে। বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দল নিয়ে মানুষ হাসাহাসি করে বলেও মন্তব্য তাঁর। এ ছাড়া অধিনায়ক হিসেবে বাবরের বিকল্প নিয়েও কথা বলেছেন এই সাবেক বাঁহাতি পেসার।