চট্টগ্রামে পতেঙ্গা থানা পুলিশের উপর হামলা পুলিশিং সরঞ্জাম ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার দুই;
কবির শাহ্ দুলাল,,
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সী বীচ সংলগ্ন আউটার রিং রোড়ে পুলিশের চেকপোস্টে হামলা ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি,মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সন্ধা সাতটার দিকে এই ঘটনা ঘটেছে।ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাইমন ও আলী ইমাদ পুলিশের দায়িত্বরত এসআই ইউসুফ আলী ও সঙ্গীয় ফোর্সের উপর আক্রমণ করে।এসময় সাধারণ মানুষ তাদের গনধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করেছে।
এবিষয়ে পতেঙ্গা থানার ওসি শফিক বলেন,দেশে চাঁদাবাজি খুন সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে,এজন্য বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট করা হচ্ছে।এটা তারই অংশ।তবে পুলিশের উপর হামলা,ব্যবহৃত জিনিস ছিনিয়ে নেয়া আইনগত অপরাধ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।