ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
বিমানবন্দরে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এবং দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট নতুন সরকার গঠনের পর ভারতে কোনো দেশের সরকারপ্রধানের এটিই হচ্ছে প্রথম দ্বিপক্ষীয় সফর।