চট্টগ্রামে ৩৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার;
কবির শাহ্ দুলাল,
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন সিরাজ ট্রেডার্স দোকানের সামনে এক রোহিঙ্গা নাগরিককে ৩৫০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর দইটার দিকে ওসি বাবুল আজাদের নেতৃত্বে এএসআই টিপু সুলতানসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
আটককৃত সাগর প্রকাশ সাকের কক্সবাজার জেলার উখিয়া থানার ৯নং রোহিঙ্গা ক্যাম্পের আবুল কাশেমের পুত্র।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন,গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সাগর দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।তাকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি