বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

চট্টগ্রামে বিপিএল কে সামনে রেখে চসিকের অভিযান,

প্রতিবেদক
ksdnewsb
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা,কয়েকশ অবৈধ দোকান উচ্ছেদ;

কেএসডি নিউজ ডেস্ক!

বিপিএল’কে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী মহাজনের নেতৃত্বে বুধবার সকাল দশটার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় থেকে স্টেডিয়াম ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন।

অভিযানে চসিকের ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় থেকে স্টেডিয়াম এবং পাহাড়তলী থানার উভয় পার্শ্বে ফুটপাতের অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করেন।

এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ২ টি প্রতিষ্ঠানসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মারুফ আহমেদ, প্রধান পরিচ্চন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিকার উদ্দিন চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রন কর্মকর্তা সরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্চন্ন কর্মকর্তা প্রনম কুমার শর্মা, পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহের আজাদ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মোট্টোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ম্যাজিস্ট্রেট মণীষা মহাজন বলেন,চসিক এলাকায় প্রতিনিয়ত অভিযান চলমান আছে।এটা তারই ধারাবাহিকতা ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজনীতি