শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

চট্টগ্রামে পাহাড়তলীতে দো-নলা বন্দুকসহ গ্রেপ্তার অস্ত্রধারী

প্রতিবেদক
ksdnewsb
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

পাহাড়তলীতে দুটি দো-নলা বন্দুকসহ এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার।

কবির শাহ্ দুলাল,,

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে বিশেষ অভিযানে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই মুজিবুর রহমান,এএসআই বেলালসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে,সড়কে চেকপোস্টে চলাকালে এক ব্যক্তি সন্দেহ জনক গতিবিধি দেখায় পুলিশ তাকে চেক করতে গেলে দৌড়ে পালাতে চেয়েছিল,তখন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাজারের ব্যাগে দুটি দো নলা বন্দুক আছে স্বীকার করে।স্থানীয়দের সম্মুখে তার হাতে থাকা বাজার ব্যাগ হতে দুটি দো-নলা বন্দুক জব্দ করা হয়েছে।

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত বেলাল ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়ার মৃত আলমগীরের পুত্র।সে বর্তমানে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর ইউনিয়নে তিন নং বেলালের বাড়িতে বসবাস করে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন,গ্রেপ্তারকৃত বেলাল খুবই দুর্ধর্ষ তাকে দুটি দো-নলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।আজ বিকেলে অস্ত্র মামলায় বেলালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত