চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মো: মুরসালিন চৌধুরী
হাটহাজারী,চট্টগ্রাম প্রতিনিধি
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ মার্চ সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র) আয়োজনে উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান তিনি বলেন এই ধরনের মহড়া মানুষের জন্য ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট ভূমিকা পালন করবে।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, হিসাব রক্ষন কর্মকর্তা একরামুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার, হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।