ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসি ল্যান্ড (সহকারী কমিশনার–ভূমি) ভালো থাকলেও তাঁর অফিসে অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছেন। এখন সবকিছু দুর্নীতিমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক এক কর্মশালা হয়েছে। এ সময় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনার স্মার্ট ডিজিটালাইজেশন ব্যবস্থা বৈধ মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে। এটি অবৈধ দখল রোধ করার পাশাপাশি অসৎ উপায়ে অর্জিত অর্থে ভূমি কেনার প্রচেষ্টাও প্রতিহত করবে। পদ্ধতিগত (সিস্টেম) পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।