উম্মে হাবিবা বাংলাদেশ স্কাউটস এর ২য় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত
কবির শাহ্ দুলাল
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের বর্তমান রোভার মেট উম্মে হাবীবা বাংলাদেশ স্কাউটস এর ২য় সর্বোচ্চ সম্মাননা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন । সমগ্র বাংলাদেশ থেকে সমাজ সেবা ও সমাজ উন্নয়ন এ অবদান রাখা সেবা স্তরের রোভারদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক মূল্যায়নের মাধ্যমে এই অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।
উম্মে হাবীবা চট্টগ্রাম অঞ্চল হতে সমাজ সেবা ও সমাজ উন্নয়নমুলক কার্যক্রম ( টিকাদান কর্মী ব্যাজ,পুষ্টি স্যালাইন ব্যাজ, শিশু সুরক্ষা ব্যাজের) অর্জনের পাশাপাশি সমাজ সেবা ও সমাজ উন্নয়ন মুলক ৪ টি প্রকল্প (বৃক্ষরোপণ,নিরাপদ পানি ও বিশুদ্ধকরণ প্রকল্প,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা) কাজ করেন। এসকল কাজের মাধ্যমে সমাজের জনগণকে সচেতন করে তুলেন। সরকারি সিটি কলেজে অর্নাস তৃতীয় বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যায়নরত উম্মে হাবীবা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা । তিনি ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার চট্টগ্রাম চ্যাপ্টারের একজন সক্রিয় সদস্য ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি