আচারে সাধারণত শর্ষের তেল ব্যবহার করা হয়। পরিমিত পরিমাণে শর্ষের তেল গ্রহণ করা মন্দ নয়। তা ছাড়া এই তেলের সঙ্গে মিশে থাকে আচারে ব্যবহৃত মসলা। কাজেই মসলার উপকারিতাও পেয়ে যাবেন আচারের তেল থেকে। অর্থাৎ আচারের সঙ্গে আপনার পাতে খানিকটা তেল উঠে এলেও খেয়ে নিতে পারেন নিশ্চিন্তে। তবে মনে রাখতে হবে, আচারের তেল কখনো পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে অ্যাসিডিটির ঝুঁকি থাকে, এমনটাই জানালেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ নুরুল কবির দুলাল
অফিস : অলংকার শপিং কমপ্লেক্স ( তৃতীয় তলা )
থানা : পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৭১৭৩০০৬৪২, ০১৮১৩০২৩০২৯
ই-মেইল : Kabirshah823@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কেএসডি নিউজ বিডি