টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। সব দল যেমন বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত, তেমনি ক্রিকেট-বিশ্লেষকেরাও বসে নেই। বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতা মাথায় রেখে তাঁরাও ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন।
কোন দল চ্যাম্পিয়ন হবে এবার—এ প্রশ্নে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন বাজি ধরেছেন আলোচনার বাইরে থাকা দক্ষিণ আফ্রিকার হয়ে। অন্যদিকে, ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনের পছন্দ নিজ দেশ ইংল্যান্ড।